Back to Top

Top Menu

মুরগির শাশলিক - রেসিপি

উপকরণঃ মুরগির বুকের মাংস ছোট করে কাটা ১ কাপ, টমেটো কেচাপ ২ চা চামচ, ধনেপাতা বাটা ১ চা চামচ, বিট লবণ পরিমাণ মতো, গোলমরিচ পরিমাণমতো, জলপাই তেল ২ চা চামচ । 

প্রণালীঃ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মেখে রাখতে হবে ১ ঘণ্টা। এরপর সাসলিকের কাঠি নিয়ে ১ টুকরা মাংস, এক কিউব টমেটো, তারপর আবার মাংস, এক কিউব ক্যাপসিকাম এভাবে কাঠিতে সাজাতে হবে। এরপর অল্প জলপাই তেলে সাসলিকগুলো মৃদু আঁচে ভাজতে হবে। হয়ে গেল মজার শাশলিক।
 

Search Bar

Most Reading

Latest Post