pop cash

Back to Top

ছেলেদের যে ছয়টি ভুলে মুখ ফিরিয়ে নেয়

সুদর্শন সুপুরুষ ছেলেটিকে দেখে প্রশংসাসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে যেকোনো মেয়ে। কাজেই ছেলেটি নিজের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। কিন্তু মেয়েদের সাথে প্রেমের সম্পর্কে জড়াতে গিয়ে প্রায়ই হোঁচট খেতে হয় তাকে। এর কারণ অনুসন্ধান করে গবেষকরা বের করেছেন যে, এর মূলে রয়েছে ছেলেদের বড় মাপের ছয়টি ভুল। যার খেসারত দিতে হয় সম্পর্কটি অঙ্কুরে বিনষ্ট করে। মূলত ছেলেদের এসব ভুলের কারণে যেকোনো মেয়ে তার থেকে এক শ হাত দূরে ছিটকে যায়। 

১০০ সেক্স টিপস

সেক্স সম্পর্কে জানা মানেই হচ্ছে নিজের সম্পর্কে জানা। অথচ লজ্জা বা আড়ষ্ঠতার কারণে অনেকেই সেক্স নিয়ে খুব একটা ভাল ধারণা রাখেন না। ফলে ব্যক্তিগত যৌনজীবন হয়ে পড়ে একঘেয়েমীপূর্ণ এবং বৈচিত্র্যহীন। আবার অজ্ঞতার কারণে বিভিন্ন রকম যৌন সমস্যায় পতিত হওয়ার সম্ভাবনাও থাকে। এসব সমস্যা থেকে উত্তীর্ণ হতে সেক্স সিক্রেট জানাটা গুরুত্বপূর্ণ। 

১) কারো শরীর দেখে কি সেক্সচুয়াল সক্ষমতা বোঝা সম্ভব? : না।

একটি ১৪ বছরের মেয়ে

একটি ১৪ বছরের মেয়ে দোকানে গেছে বক্ষ বন্ধনী (ব্রা) কেনার জন্য জন্য... (দোকানদার শামসু !!!)
মেয়ে : একটি ব্রা দেখান।
দোকানদার শামসু : ৩৬???
মেয়ে : আরেকটু ছোট।
দোকানদার শামসু : ৩২???

স্বপ্নের ব্যাখ্যা -----> ক্ষ

 • স্বপ্নে ক্ষেতে পানি দিতে দেখিলে – অন্যের সাহায্য পাইবে।
 • স্বপ্নে ক্ষেতে শস্য কাটিতে দেখিলে – স্ত্রী বিচ্ছেদের সম্ভাবনা।
 • স্বপ্নে ক্ষমা (অন্যকে) করিতে দেখিলে – শত্রু দমন হইবে।
 • স্বপ্নে ক্ষীর দেখিলে – রোগ হইতে মুক্তি পাইবে।
 • স্বপ্নে ক্ষীর দেখিলে – রোগ নিরাময়ের লক্ষণ।

স্বপ্নের ব্যাখ্যা -----> হ

 • স্বপ্নে হাতি দেখিলে – ব্যবসায় লোকসান হইবে।
 • স্বপ্নে হাঁস দেখিলে – সুন্দরী রমনী পাইবে।
 • স্বপ্নে হলুদ দেখিলে – মনের আশা পূর্ণ হইবে।
 • স্বপ্নে হলুদ দেখিলে – রোগ মুক্তির নমুনা।
 • স্বপ্নে হাসতে (অতিরিক্ত)দেখিলে – দুঃখ-দুর্দশার লক্ষণ।

স্বপ্নের ব্যাখ্যা -----> ভ

 • স্বপ্নে ভিক্ষারী দেখিলে – মালের চিন্তা ও শত্রুর ভয়ের সম্ভাবনা।
 • স্বপ্নে ভেড়া দেখিলে – সুন্দরী স্ত্রী পাইবে।
 • স্বপ্নে ভাল্লুক দেখিলে - মালের চিন্তা ও শত্রুর ভয় দূর হইবে।
 • স্বপ্নে ভাত খাইতে দেখিলে – টাকা পাইবে ও আশা পূর্ণ হইবে।
 • স্বপ্নে ভাত খেতে দেখিলে – উদ্দেশ্য সিদ্ধি ও সুখ-শান্তির লক্ষণ।

স্বপ্নের ব্যাখ্যা -----> ব

 • স্বপ্নে বিড়াল দেখিলে – অপরের সম্পদ হাতে আসিবে।
 • স্বপ্নে বাঘ দেখিলে – শত্রুর সহিত ঝগড়া বিবাদ হইবে।
 • স্বপ্নে বাগান দেখিলে – বিবাহ হইবে।
 • স্বপ্নে ব্যাঙ দেখিলে – সৎ লোক হওয়ার সম্ভাবনা।
 • স্বপ্নে বানর দেখিলে – পীড়াগ্রস্থ হইবে।

স্বপ্নের ব্যাখ্যা -----> ফ

 • স্বপ্নে ফল দেখিলে – সুখ শান্তি পাইবে।
 • স্বপ্নে ফুল দেখিলে – প্রেমিক পাইবে।
 • স্বপ্নে ফকির দেখিলে – দুঃখ দারিদ্রে নিপাতিত হইবে।
 • স্বপ্নে ফলশূণ্য বৃক্ষ দেখিলে – দুঃখ দুর্দশার চিহ্ন।
 • স্বপ্নে ফলের বাগান দেখিলে – সুখ-শান্তি লাভের নিদর্শন।

স্বপ্নের ব্যাখ্যা -----> প

 • স্বপ্নে পুস্তক দেখিলে - পুত্র সন্তান লাভ হইবে।
 • স্বপ্নে পুলিশ দেখিলে – মান মর্যাদা বৃদ্ধি পাইবে।
 • স্বপ্নে প্রজাপতি দেখিলে – বন্ধু-বান্ধব জুটিবে।
 • স্বপ্নে পাখি দেখিলে – সুখ-শান্তি পাইবে।
 • স্বপ্নে পাখি শিকার করিতে দেখিলে – মালামাল বৃদ্ধি হইবে।

স্বপ্নের ব্যাখ্যা -----> ন

 • স্বপ্নে নামাজ পড়িতে দেখিলে   -   মনের বাসনা পূর্ণ হইবে।
 • স্বপ্নে নাপিত দেখিলে   -   স্ত্রী গর্ভবতী হইবে।
 • স্বপ্নে নবীকে(সঃ) দেখিলে   -   পাপমুক্তি ও মঙ্গল হইবে।
 • স্বপ্নে নদী দেখিলে   -   সরকারী চাকুরী লাভের সম্ভাবনা।
 • স্বপ্নে নদীর পানি পরিষ্কার দেখিলে   -   সুখ-শান্তির নিদর্শন।
 

Most Reading

Latest Post