Back to Top

Top Menu

স্বপ্নের ব্যাখ্যা -----> উ

  • স্বপ্নে উড়োজাহাজ দেখিলে    -    দীর্ঘভ্রমনও ভাগ্য সুপ্রসন্ন হইবে।
  • স্বপ্নে উইপোকা দেখিলে    -    আগুন লাগার সম্ভাবনা।
  • স্বপ্নে উকুন দেখিলে    -    স্মরন শক্তি লাঘবের লক্ষন।
  • স্বপ্নে উকুন দেখলে     -    অসুখ হয়, শত্রুতাও বাড়ে।
  • উকুন মারতে দেখলে     -    শত্রুর সংখ্যা কমে।
  • স্বপ্নে উট দেখিলে    -    প্রচুর ধন-সম্পদ লাভ করিবে।
  • স্বপ্নে উটের দুধ পান করিতে দেখিলে    -    ব্যবসায়ে প্রচুর মুনাফা লাভ করিবে।
  • স্বপ্নে উচু দালান দেখিল - মান সম্মান বৃদ্ধি পাইবে।
  • স্বপ্নে উটের গোশত খাইতে দেখিলে    -    প্রচুর অর্থ লাভ করিবে।
  • স্বপ্নে উটের সারি দেখিলে   -   মান-সম্মান ও ধন-দৌলত পাইবে।
  • স্বপ্নে উলঙ্গ (নিজেকে) দেখিলে    -    দরিদ্র হইবার সম্ভাবনা।
  • স্বপ্নে উলঙ্গ (অন্যকে) দেখিলে    -    মানুষ উপদেশ সুখী করিবে।
  • স্বপ্নে উটে ছওয়ার হইতে দেখিলে   -   মান-সম্মান বুদ্ধি ও নেতৃত্ব লাভেড় লক্ষণ।
  • স্বপ্নে উঁচু জায়গায় উঠতে দেখিলে    -    সম্মানিত ও প্রভাবশালী হবার লক্ষণ।
  • স্বপ্নে উঁচুস্থান থেকে নিচে নেমে আসতে দেখিলে    -    সম্পদের ক্ষতি হইবে।
  • স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখা    -    কাজে অবনতি।
  • স্বপ্নে উত্তর দিকে যেতে দেখিলে    -    কোন নতুন স্থানে যাবার লক্ষণ।
  • স্বপ্নে উড়ে বেড়াতে (নিজেকে) দেখিলে    -    ইহ ও পরকালে সুখ লাভ ও ধন সঞ্চয়।
  • স্বপ্নে উড়ে কোন নতুন স্থানে যেতে দেখিলে    -    মৃত্যুর আলামত।
  • স্বপ্নে উৎকৃষ্ট গাভী দেখিলে    -    যুদ্ধের সম্ভাবনা।
  • স্বপ্নে উনুন দেখিলে    -    হালাল উপায়ে অর্থ লাভের লক্ষণ।
  • স্বপ্নে উঁচু বালিশ দেখিলে    -    মনোবাসনা পূরণের সম্ভাবনা।
  • স্বপ্নে উঁচু দালানে প্রবেশ করতে দেখিলে    -    সরকারী কাজে নিযুক্ত হওয়ার লক্ষণ।
  • স্বপ্নে উড়োজাহাজ ভ্রমন করতে দেখিলে    -    মনের আশা পূরণের নিদর্শন।
 

Search Bar

Most Reading

Latest Post