skip to main |
skip to sidebar
স্বপ্নের ব্যাখ্যা -----> ঋ, এ
- স্বপ্নে ঋণী (অন্যকে) দেখিলে - ধন-সম্পদ লাভের লক্ষণ।
- স্বপ্নে ঋণী (নিজেকে) দেখিলে - পার্থিব ব্যাপারে মুষড়ে পড়ার লক্ষণ।
- স্বপ্নে এলেম শিক্ষা করিতে দেখিলে - সুখ-শান্তি লাভ হইবে।
- স্বপ্নে একামত বলিতে দেখিলে - লোককে হেদায়েত করিবে।
- স্বপ্নে এবাদতকারীকে দেখিলে - ভাল কার্য সমাধান হইবে।
- স্বপ্নে এলাচি গাছ দেখিলে - স্ত্রীর ধন-সম্পদ লাভ করিবে।
- স্বপ্নে এলাচি খাইতে দেখিলে - ধন দৌলত পাইবে।
- স্বপ্নে একামত বলতে (নিজেকে) দেখিলে - লোককে সৎপথের আহবান করিবে।
- স্বপ্নে একামত বলতে (অন্যকে) দেখিলে - হজ্ব ও নেক কাজ করার লক্ষণ।
- স্বপ্নে এলেম শিখতে দেখিলে - সম্মান বৃদ্ধির সম্ভাবনা।
- স্বপ্নে এলেমের মসলিসে শরীক হতে দেখিলে - ঘর-দরজা মেরারমতের লক্ষণ।
- স্বপ্নে এলেমের বৈঠকে রান্না করতে দেখিলে - উদ্দেশ্য সিদ্ধির নিদর্শন।
- স্বপ্নে একা গাড়িতে ভ্রমন করতে দেখিলে - বিদেশ গমনের লক্ষণ।