Back to Top

Top Menu

স্বপ্নের ব্যাখ্যা -----> ঐ, ও

ঐ - - -
  • স্বপ্নে ঐরাবত (হাতী) দেখিলে   -   মান-সম্মান বৃদ্ধির লক্ষণ।
  • স্বপ্নে ঐরাবতে আরোহণ করা দেখিলে    -    দেশ শাসক অথবা বিচারক হবার লক্ষণ।
  • স্বপ্নে ঐরাবতের গোশত খেতে দেখিলে    -    বিলাস ও জাঁকজঁমকপূর্ণ জীবনের চিহ্ন।
ও - - -

  • স্বপ্নে ওজু করিতে দেখিলে    -    আল্লাহর রহমত লাভের সম্ভাবনা।
  • স্বপ্নে ওয়াজ করিতে দেখিলে    -    সমাজের নেতা হইবে।
  • স্বপ্নে ওয়াজ মাহফিলে যাইতে দেখিলে    -    আল্লাহর রহমত নাজেল হইবে।
  • স্বপ্নে ওলকপি দেখিলে    -    মালের ক্ষতি হইবে।
  • স্বপ্নে ওস্তাদ দেখিলে    -    বিদ্যা লাভ করিবে।
  • স্বপ্নে ওজু করতে দেখিলে    -    আমানত ফেরত দিবার চিহ্ন।
  • স্বপ্নে ওজুর কয়ার দেখা (নিজেকে)-ধার্মিক হওয়া ও হেদায়তের আলামত।
  • স্বপ্নে ওয়াজ (ময়দানে) করতে দেখিলে    -    ভ্রমনে লাভ হওয়ার নমুনা।
  • স্বপ্নে ওয়ায়েজ (বক্তা) দেখিলে    -    সুনাম ও সুখ্যাতির লক্ষণ।
  • স্বপ্নে ওয়ায়েজ মজলিসে গমন করা দেখিলে    -    মনোবাসনা পূরণের চিহ্ন।
  • স্বপ্নে ওলী লোক দেখিলে    -    সংসারে আয় উন্নতির লক্ষণ।
  • স্বপ্নে ওস্তাদের সহিত খানা খাইতে দেখিলে    -    সকলের প্রিয় হইবে।
 

Search Bar

Most Reading

Latest Post