pop cash

Back to Top

স্বপ্নের ব্যাখ্যা -----> প

 • স্বপ্নে পুস্তক দেখিলে - পুত্র সন্তান লাভ হইবে।
 • স্বপ্নে পুলিশ দেখিলে – মান মর্যাদা বৃদ্ধি পাইবে।
 • স্বপ্নে প্রজাপতি দেখিলে – বন্ধু-বান্ধব জুটিবে।
 • স্বপ্নে পাখি দেখিলে – সুখ-শান্তি পাইবে।
 • স্বপ্নে পাখি শিকার করিতে দেখিলে – মালামাল বৃদ্ধি হইবে।
 • স্বপ্নে পানি পান করিতে দেখিলে – ধন পাইবে ও রোগাক্রান্ত হইবে।
 • স্বপ্নে পঞ্জিকা ক্রয় করিতে দেখিলে – আয়ু বৃদ্ধির নিদর্শন।
 • স্বপ্নে পঞ্জিকা হাতে দেখিলে – উন্নতির লক্ষণ।
 • স্বপ্নে পঞ্জিকায় তারিখ দেখিলে – বিহাহ, মৃত্যু কিংবা চাকুরী লাভের নিদর্শন।
 • স্বপ্নে প্রজাপতি দেখিলে – বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা।
 • স্বপ্নে পরিধেয় বস্ত্র দেখিলে – দারিদ্রতার লক্ষণ।
 • স্বপ্নে পরী দেখিলে – বিদ্যা লাভের সম্ভাবনা।
 • স্বপ্নে পরিস্থান দেখিলে – আলেম কিংবা মান্যগণ্য হওয়ার চিহ্ন।
 • স্বপ্নে পর্দা লটকানো দেখিলে – মান-সম্মান বৃদ্ধির নিশানা।
 • স্বপ্নে পুল তৈরী করতে দেখিলে – ধন-দৌলত লাভের লক্ষণ।
 • স্বপ্নে পুল পার হতে দেখিলে – সফলতা লাভের নিদর্শন।
 • স্বপ্নে পুল ভাঙ্গা দেখিলে – নেতৃ্ত্ব লাভের নিশানা।
 • স্বপ্নে পুলিশে বন্দী করতে দেখিলে – শত্রু নিপাতের সম্ভাবনা।
 • স্বপ্নে পুরুষ কণ্ঠ শোনা দেখিলে – উত্তম কাজে রত থাকার লক্ষণ।
 • স্বপ্নে পুস্তক পড়তে দেখিলে – পুত্র সন্তান ও ধন লাভের চিহ্ন।
 • স্বপ্নে পুঁজ নির্গত হতে দেখিলে – ব্যাধি মুক্তির লক্ষণ।
 • স্বপ্নে পোষাক দেখিলে – মান-সম্মান বৃদ্ধি পাবার নিশানা।
 • স্বপ্নে পোষাক উত্তম দেখিলে – ধর্মীয় বিদ্যায় পারদর্শিতার লক্ষণ।
 • স্বপ্নে পোষাক সবুজ দেখিলে – ধার্মীকতা ও হজ্জ্ব আদায় করার লক্ষন।
 • স্বপ্নে পোষাক নীল রংয়ের দেখিলে – দুঃখ-কষ্টের আলামত।
 • স্বপ্নে পোষাক সাদা দেখিলে – পবিত্র ও মান-সম্মান লাভের সম্ভাবনা।
 • স্বপ্নে পোষাক কালো দেখিলে – মৃত্যুর নিশানা।
 • স্বপ্নে পোষাক মূল্যবান দেখিলে – পীড়িত হওয়ার লক্ষণ।
 • স্বপ্নে পোষাক জরদ রংয়ের দেখিলে - পীড়িত হওয়ার লক্ষণ।
 • স্বপ্নে পশুর দুধ পান করতে দেখিলে – ভাগ্য সুপ্রসন্নতার চিহ্ন।
 • স্বপ্নে পানির রং কালো দেখিলে – ভীষণ কষ্টের আলামত।
 • স্বপ্নে পানিতে সাঁতরাতে দেখিলে – আয় উন্নতির লক্ষণ।
 • স্বপ্নে পানিতে স্রোত দেখিলে – অর্থাগমনের পথ সুগম হবার লক্ষণ।
 • স্বপ্নে পানির কলস দেখিলে – সুন্দরী স্ত্রী লাভের চিহ্ন।
 • স্বপ্নে পানিওয়ালা দেখিলে – আল্লাহর রহমত নাযেল হওয়ার লক্ষণ।
 • স্বপ্নে পানি লবনযুক্ত দেখিলে – চিত্ত চাঞ্চল্য ঘটার চিহ্ন।
 • স্বপ্নে পানি (সাগরের) পান করা দেখিলে - বিরাট রাজ্যের অধিকারী হবার লক্ষণ।
 • স্বপ্নে পানির পাত্র ভাঙ্গতে দেখিলে – প্রিয়জনের সাথে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা।
 • স্বপ্নে পান খেতে দেখিলে – চিন্তামুক্ত অ আশা পূরণের লক্ষণ।
 • স্বপ্নে পাতা (গাছের)দেখিলে – সন্তান লাভের নিদর্শন।
 • স্বপ্নে পায়জামা দেখিলে – বিবাহের নিশানা।
 • স্বপ্নে পায়খানা করতে দেখিলে(নিজেকে) – সৌভাগ্যের নিদর্শন।
 • স্বপ্নে পায়খানা হতে বের হতে দেখিলে – উত্তম কাজ পরিত্যাগ করার লক্ষণ।
 

Most Reading

Latest Post