skip to main |
skip to sidebar
স্বপ্নের ব্যাখ্যা -----> ঘ
- স্বপ্নে ঘুঘু পাখি দেখিলে - সুখ-শান্তি আসিবে।
- স্বপ্নে ঘোড়া দেখিলে - ধন, সম্পদ ও চাকরী লাভের সম্ভাবনা।
- স্বপ্নে ঘড়ি দেখিলে - মিতব্যয়ী হইবে।
- স্বপ্নে ঘুষ দিতে দেখিলে - ধন-সম্পদ বৃদ্ধির লক্ষণ।
- স্বপ্নে ঘর সোনার মত দেখিলে - গৃহে অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা।
- স্বপ্নে ঘরে মনি-মুক্তা দেখিলে - বিদ্বান হবার নিদর্শন।
- স্বপ্নে ঘর জনশূন্য দেখিলে - ভবিষ্যৎ অন্ধাকারাচ্ছন্ন হবার সম্ভাবনা।
- স্বপ্নে ঘরে প্রবেশ করতে দেখিলে - স্ত্রীর নিকট হতে সাহায্য লাভের সম্ভাবনা।
- স্বপ্নে ঘরের ভিতরে চাঁদ দেখলে - সুন্দরী স্ত্রী লাভ করিবে।
- স্বপ্নে ঘর বিক্রয় করতে দেখিলে - হঠাৎ বিপদে পড়ার লক্ষণ।