Back to Top

Top Menu

স্বপ্নের ব্যাখ্যা -----> ল

  • স্বপ্নে লাউ খাওয়া বা লাউ দেখিলে – লোক বাধ্যগত হইবে।
  • স্বপ্নে লেবু খাওয়া দেখিলে – দুঃখ কষ্টের সম্ভাবনা।
  • স্বপ্নে লৌহ দেখিলে – লোক বাধ্য হইবে।
  • স্বপ্নে লটারীতে টাকা পেতে দেখিলে – হারাম অর্থ উপার্জনের লক্ষণ।
  • স্বপ্নে লড়াই করতে দেখিলে – ব্যাধিগ্রস্থ হবার নমুনা।
  • স্বপ্নে লজ্জাস্থান (পুরুষের) স্ত্রীলোকে দেখিলে – দুঃখ-কষ্টের নিশানা।
  • স্বপ্নে লাউ ফুল দেখিলে – ইহ-পারলৌকিক মঙ্গলের চিহ্ন।
  • স্বপ্নে লাল নিশানা দেখিলে – শত্রুদের উপর জয়ী হবার লক্ষণ।
  • স্বপ্নে লাল পাথর দেখিলে – প্রতিবেশীকে উপকার করার চিহ্ন।
  • স্বপ্নে লাল পোষাক দেখিলে – যুদ্ধে শহীদ হবার লক্ষণ।
  • স্বপ্নে লাটিম দেখিলে – খেলোয়াড় হওয়ার লক্ষণ।
  • স্বপ্নে লাঠি দেখা বা লাঠি ক্রয় করা দেখিলে – সন্তান ও নেতৃত্ব লাভের সম্ভাবনা।
  • স্বপ্নে লাঠি ভাঙ্গা দেখিলে – আত্মীয়-স্বজনের সাথে বিচ্ছেদের সম্ভাবনা।
  • স্বপ্নে লাঠি ভর দিয়ে চলতে দেখিলে – আত্মীয় স্বজনের সাহায্য লাভের চিহ্ন।
  • স্বপ্নে লাথি মারতে দেখিলে – নতুন সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা।
 

Search Bar

Most Reading

Latest Post