Back to Top

Top Menu

স্বপ্নের ব্যাখ্যা -----> অ

  • স্বপ্নে অজু করিতে দেখিলে - অপরের নিকট গচ্ছিত মাল আদায় হইবে।
  • স্বপ্নে অজিফা পড়িতে দেখিলে - ব্যাধি হইতে মুক্তি পাইবে।
  • স্বপ্নে অলঙ্কার দেখিলে - মালিকের আদর ও স্নেহ পাইবে।
  • স্বপ্নে অজগর সাপ দেখিলে - বিপদে পতিত হইবে।
  • স্বপ্নে অজগর সাপ মারিতে দেখিলে - শত্রু দমন হইবে।
  • স্বপ্নে অস্ত্র দেখিলে - সুখ্যাতি হইবে।
  • স্বপ্নে অস্ত্র দ্বারা মাথা মুন্ডন করিতে দেখিলে - আয়ু কমিবে ।
  • স্বপ্নে অগ্নি লাগিতে দেখিলে - ব্যবসায় লোকসান হইবে। 
  • স্বপ্নে অগ্নি জ্বালাইতে দেখিলে - ব্যবসা বাণিজ্যে লাভ হইবে। 
  • স্বপ্নে অট্টালিকে দেখিলে - মান সম্মান লাভ হইবে। 
  • স্বপ্নে অধিক মাছ দেখিলে - টাকা পয়সা পাইবে।
  • স্বপ্নে অধিক কাঁদিতে দেখিলে - সুখে থাকিবে।
  • স্বপ্নে অপরকে মারিতে দেখিলে - নেতা হইবে।
  • স্বপ্নে অল্প মাল দেখিলে - স্বচ্ছল হালে জীবনযাপন করিবে ।
  • স্বপ্নে অন্ধলোক নিজেকে দৃষ্টিওয়ালা দেখিলে - আশা পূর্ণ হইবে।
  • স্বপ্নে অন্ধকার দেখিলে - নিরাশ হইবে, বিপদে পড়িবে ।
  • স্বপ্নে অপরিচিত লোক ঘরে ঢুকতে দেখিলে - সংসারে বরকত হইবে।
  • স্বপ্নে অগ্নি দেখা - ধনবতী রমণীকে বিবাহ করিবে।
  • স্বপ্নে পরিধানের কাপড়ে লাগা দেখিলে - আর্থিক ক্ষতি ও দুর্যোগের লক্ষণ।
  • স্বপ্নে অগ্নি হাতে উঠান দেখিলে - ত্যাজ্য সম্পত্তি লাভ, ব্যবসায়ের উন্নতির লক্ষণ।
  • স্বপ্নে অগ্নি ঘর-বাড়িতে লাগা দেখিলে - বালা মুছিবত ও অর্থ নষ্ট ।
  • স্বপ্নে অগ্নি দ্বারা রান্না করিতে দেখিলে - অর্থ নষ্ট ও দুঃখ দুর্দশার লক্ষণ।
  • স্বপ্নে অগ্নিশিখা দেখিলে - অর্থ নষ্ট ও দুঃখ দুর্দশার লক্ষণ।
  • স্বপ্নে অগ্নির ফুলকী দেখিলে - মালের ক্ষতির লক্ষণ।
  • স্বপ্নে অগ্নি লম্বা দেখিলে - ব্যবসায় প্রচুর লাভ হওয়ার আলামত।
  • স্বপ্নে অগ্নি উত্তোলন (নিজেকে) দেখিলে - দেশের মাতব্বর হওয়ার নমুনা ।
  • স্বপ্নে অন্ধকার দেখিলে - বিপদের লক্ষণ।
  • স্বপ্নে অন্ধলোক দেখিলে - ভাবনা-চিন্তায় পড়িবে এবং ঈমান নষ্টের লক্ষণ। 
  • স্বপ্নে অলী লোক দেখিলে - সম্মান লাভের লক্ষণ।
  • স্বপ্নে অপরিচিত পুরুষ দেখিলে - সৌভাগ্য লাভ ও অন্যের সাহায্য প্রাপ্তির লক্ষণ।
  • স্বপ্নে অপরিচিতা নারী দেখিলে - বিবাহ কিংবা ধন প্রাপ্তির লক্ষণ।
  • স্বপ্নে অপরিচিতা নারী কোলে দেখিলে - আশা পূর্ণ ও ঐশ্বর্য লাভের লক্ষণ।
  • স্বপ্নে অপরিচিতা নারীর সাথে সহবাস করতে দেখিলে - প্রচুর অর্থ লাভ।
  • স্বপ্নে অপরিচিত প্রান্তর দেখিলে - বিদেশ যাত্রার লক্ষণ।
  • স্বপ্নে অশ্ব দেখিলে - নাম ছড়িয়ে পড়বে এবং সুখ্যাতি বৃদ্ধি পাবে।
  • স্বপ্নে অলঙ্কার দেখিলে - পার্থিব উন্নতি ও মান-সম্মানের আলামত।
  • স্বপ্নে অস্ত্র দেখিলে - সুখ্যাতি লাভের লক্ষণ।
  • স্বপ্নে অস্ত্র দ্বারা মাথা কামাতে দেখিলে - প্রাণ নাশের সম্ভাবনা।
  • স্বপ্নে অন্ধ দেখা নিজেকে দেখিলে - সততা বর্জন ও অন্যায় আচরণের লক্ষণ।
  • স্বপ্নে অন্ধ লোকের আনাগোনা দেখিলে - সুখ-শান্তি লাভের লক্ষণ।
  • স্বপ্নে অবিবাহিত মেয়ে নিজের দাড়ি দেখিলে - বিবাহের লক্ষণ।
  • স্বপ্নে অপরিচিত লোকের সঙ্গে ঝগড়া দেখিলে - রোগব্যাধি ও বিপদের লক্ষণ।
  • স্বপ্নে অঙ্গুল দেখিলে (হাত) - আর্থিক ক্ষতির সম্ভাবনা, আশায় ব্যর্থ হবার লক্ষণ।
  • স্বপ্নে অঙ্গুল দেখিলে (পা) - মান-সম্মান বা চাকুরী লাভ করিবে।
  • স্বপ্নে অঙ্গুলি কাটা দেখিলে - অর্থ অপচয় ও সম্মান হানির লক্ষণ। 
  • স্বপ্নে অঙ্গুলির মধ্যে ফাঁকা দেখিলে - অভাবে পড়ার আলামত। 
  • স্বপ্নে অধিক কথা বলতে দেখিলে - নেতৃত্ব লাভের আলামত।
  • স্বপ্নে অধিক হাসতে দেখিলে - দুঃখ-কষ্টে পড়ার লক্ষণ।
  • স্বপ্নে অপরের কাছে স্বর্ণ দেখিলে - লোকের কাছে প্রশংসিত হবে।
  • স্বপ্নে অন্যের পায়ে থুথু দেখিলে - যার গায়ে থুথু ছিটাবে তার ক্ষতির আশঙ্কা।
  • স্বপ্নে অন্যের হাতের মার খেতে দেখিলে - সুখ-শান্তি লাভের চিহ্ন।
  • স্বপ্নে অন্যকে মারতে দেখিলে - গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের চিহ্ন।
  • স্বপ্নে অন্যকে সাহায্য করতে দেখিলে - মান-সম্মান লাভের লক্ষণ।
 

Search Bar

Most Reading

Latest Post