চোখের জলের মূল্য
আমার চোখের জলের মূল্য,
আজ তোমার কাছে নেই
আমারি দোষ বেশি কারণ
তোমাকে বিশ্বাস করেছিলাম এক নিমিষেই
আজ তার মূল্য দিচ্ছি আমি,
আমার কাছে তুমি দামী
কিন্তু তোমার কাছে নই তো আমি,
তাই আজ কাদাঁলে আমায় তুমি
কেনো এমন করেছো,কি ভুল ছিলো আমার
সত্যিকার ভালোবাসার মূল্য
চোখের জলে দিলে উপহার ।
আজ তোমার কাছে নেই
আমারি দোষ বেশি কারণ
তোমাকে বিশ্বাস করেছিলাম এক নিমিষেই
আজ তার মূল্য দিচ্ছি আমি,
আমার কাছে তুমি দামী
কিন্তু তোমার কাছে নই তো আমি,
তাই আজ কাদাঁলে আমায় তুমি
কেনো এমন করেছো,কি ভুল ছিলো আমার
সত্যিকার ভালোবাসার মূল্য
চোখের জলে দিলে উপহার ।