pop cash

Back to Top

স্বপ্নের ব্যাখ্যা -----> ব

 • স্বপ্নে বিড়াল দেখিলে – অপরের সম্পদ হাতে আসিবে।
 • স্বপ্নে বাঘ দেখিলে – শত্রুর সহিত ঝগড়া বিবাদ হইবে।
 • স্বপ্নে বাগান দেখিলে – বিবাহ হইবে।
 • স্বপ্নে ব্যাঙ দেখিলে – সৎ লোক হওয়ার সম্ভাবনা।
 • স্বপ্নে বানর দেখিলে – পীড়াগ্রস্থ হইবে।
 • স্বপ্নে বিবাহ করিতে দেখিলে – টাকা-পয়সা পাওয়ার সম্ভাবনা।
 • স্বপ্নে বৃষ্টি হইতে দেখিলে – দুঃখ কষ্ট দূর হইবে।
 • স্বপ্নে বিছানা দেখিলে – সংসারে উন্নতি হইবে।
 • স্বপ্নে বন্ধুর সাথে সাক্ষাৎ হতে দেখিলে – মনোবাসনা পূরণের লক্ষণ।
 • স্বপ্নে বনে গমন করতে দেখিলে – পেমিকার নিকট থেকে প্রতারণার নিদর্শন।
 • স্বপ্নে বক্ষস্থল প্রশস্থ দেখিলে – স্বাস্থন্নতির লক্ষণ।
 • স্বপ্নে বর্ম দ্বারা ছিদ্র করিতে দেখিলে – হারাম রুজি উপার্জনের নমুনা।
 • স্বপ্নে বাজার দেখিলে – বালা-মুছিবত দূর ও সম্পদ বৃদ্ধির লক্ষণ।
 • স্বপ্নে বাজারে গমন করিতে দেখিলে – আয়-উন্নতির নিদর্শন।
 • স্বপ্নে বাগান দেখিলে – বিবাহ হওয়ার সম্ভাবনা।
 • স্বপ্নে বাগানে গাছ লাগাতে দেখিলে – সন্তান জন্মের নিদর্শন।
 • স্বপ্নে বাগান উজ্জ্বল দেখিলে – রোগ মুক্তির লক্ষণ।
 • স্বপ্নে বাগান ফলহীন দেখিলে – দুঃখ-কষ্ট ও অর্থ হানী হবার নিদর্শন।
 • স্বপ্নে বাগান সবুজ বর্ণের দেখিলে – ধনশালী হবার নিদর্শন।
 • স্বপ্নে বানর দেখিলে – রোগগ্রস্ত হবার সম্ভাবনা।
 • স্বপ্নে বালিস দেখিলে – মান-সম্মান বৃদ্ধির লক্ষণ।
 • স্বপ্নে বালিস ছিদ্র দেখিলে – অপমানিত হবার লক্ষণ।
 • স্বপ্নে বাদশাহর সাথে খেতে দেখিলে – মান-মর্যাদা বৃদ্ধির নিদর্শন।
 • স্বপ্নে বিছানা পরিষ্কার-পরিচ্ছন্ন দেখিলে – অর্থ অপচয়ের নমুনা।
 • স্বপ্নে বিবির স্তন পান করতে দেখিলে – স্বামী-স্ত্রী অধিক মহব্বতের নমুনা।
 • স্বপ্নে বিবির সাথে ঝগড়া করতে দেখিলে – অশান্তি ও চিন্তায় পড়িবে।
 • স্বপ্নে বিষ দেখিলে – দুনিয়ার প্রতি বিতৃষ্ণা জমার নমুনা।
 • স্বপ্নে বিষ খেতে দেখিলে – হতাশাগ্রস্ত হবার নমুনা।
 • স্বপ্নে বিদ্যালয়ে যেতে দেখিলে – ধর্মীয় বিদ্যায় পারদর্শী হবার নিশানা।
 • স্বপ্নে বেশ্যার সাথে সহবাস করিতে দেখিলে- শুভ লক্ষণ।
 • স্বপ্নে বেঙ দেখিলে- মহৎ ব্যক্তি হবার লক্ষণ।
 • স্বপ্নে বেহেস্তের নূর দেখিলে – ব্যবসায় লাভবান হবার নমুনা।
 • স্বপ্নে বোতলে তৈল পূর্ণ দেখিলে – বিবাহ হবার পূর্ব লক্ষণ।
 • স্বপ্নে বোতল অপহৃত হতে দেখিলে – স্ত্রী বিয়োগের সম্ভাবনা।
 • স্বপ্নে বোবা (নিজেকে)দেখিলে – পথ ভ্রষ্টতার নমুনা।
 • স্বপ্নে বোবা (অন্যকে)দেখিলে – পরহেজগার হবার চিহ্ন।
 • স্বপ্নে বৈদ্যুতিক তার দেখিলে – অর্থ প্রাপ্তির সম্ভাবনা।
 

Most Reading

Latest Post